ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল অসম, উত্তরবঙ্গ

অনলাইন ডেস্ক, ২৮ এপ্রিল।। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল অসমের বিস্তীর্ণ এলাকা। বুধবার সকালে পূর্ব ভারতের অসমের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৪। কম্পন ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গেও।

এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে অসম বা পশ্চিমবঙ্গে কোনও আহত বা মৃতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোনিতপুর জেলায় হয়েছে ভূমিকম্প। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার। সকাল ৭টা ৫১ মিনিচ নাগাদ কম্পন অনুভূত হয়। ক্রমশ তা গোটা উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের ধাক্কা লেগেছে প্রতিবেশি বাংলাদেশেও। ঢাকা সহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জানিয়েছে রিখটার স্কেলে এই কম্পনের কেন্দ্র অসম। কম্পন ৬.২ মাত্রার । মায়ানমার ও চিনে এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর উত্তরবঙ্গ ও অসমে আফটারশকও অনুভূত হয়।

সকাল ৭টা ৫৮ মিনিটে ও ৮টা ১ মিনিটে হওয়া ২টি আফটারশকের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৩ ও ৪.৪। রিখটার স্কেলে এই রিডিং ধরা পড়েছে। অসমের তেজপুরের বহু বাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনিতপুরের জেলার প্রধান কার্যালয়, গুয়াহাটির একাধিক বহুতলেও ফাটল দেখা দিয়েছে।

এছাড়া অসমের অন্যান্য অঞ্চল থেকেও ক্ষতির খবর আসছে। অসমের স্বাস্থ্য মন্ত্রী ভূমিকম্পের পরের ছবি টুইটারে শেয়ার করেছেন। গুয়াহাটির বহুতল ক্ষতির ছবি উঠে এসেছে তাঁর টুইটে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল গোটা ঘটনার খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সাহায্যের অনুরোধ করেছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?