অনলাইন ডেস্ক, ২৬ এপ্রিল।। এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবার ও ইতিহাসে দ্বিতীয়বার কোনো নারী পেলেন সেরা পরিচালকের একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার।
‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য যুক্তরাষ্ট্র স্থানীয় রবিবার অস্কারের ৯৩তম আসরে এ পুরস্কার ওঠে ক্লোয়ি ঝাও-এর হাতে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ১৯৬০ এর দশকের প্রেক্ষাপটে যাযাবর এক বিধবার গল্প তুলে ধরেছেন ঝাও, যিনি চরম মন্দার সময়ে চাকুরি হারিয়ে একটি ভ্যান গাড়িতে আশ্রয় নেন।
সিনেমাটি মোট ছয়টি মনোনয়ন পেয়েছে। এর মধ্যে সেরা ছবি ও সেরা অভিনেত্রী বিভাগও রয়েছে।
এশিয়ান বংশোদ্ভুত প্রথম নারী পরিচালক হিসেবে এ পুরস্কার পাওয়ার রেকর্ডও যুক্ত হলো ৩৯ বছর বয়সী ক্লোয়ি ঝাও-এর সাফল্যের পালকে। এর আগে সেরা পরিচালক ও সেরা ছবি মিলিয়ে প্রায় সব প্রধান পুরস্কারের আসরে বাজিমাত করে ‘নোম্যাডল্যান্ড’।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন এমেরাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং ওমেন), ডেভিড ফ্লিনচার (ম্যাঙ্ক), থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড) ও লি ইসাক চাং (মিনারি)।
প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে।
এর আগে ২০১০ সালে ‘দ্য হার্ট লকার’ ছবির জন্য নারী হিসেবে প্রথমবার সেরা পরিচালকের অস্কার জেতেন ক্যাথরিন বিগল।