ইরাকে করোনা হাসপাতালে আগুনে নিহত বেড়ে ৮২

অনলাইন ডেস্ক, ২৫ এপ্রিল।।ইরাকের বাগদাদের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ হয়েছে। ইরাকি সময় শনিবার রাতে ইবনে খাতিব হাসপাতালের এই অগ্নিকাণ্ডে ১১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, অক্সিজেন ট্যাংক লিংক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন অনেকে। ইরাকের প্রধানমন্ত্রী মু্স্তাফা আল খাদিমি এই দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যায়িত করে এর কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল খাদিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ ইউনিটে আগুনের সূত্রপাত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ তাকে উদ্ধৃত করে জানায়, এখন পর্যন্ত ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন রোগী ও স্বজনকে উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি-কে হাসপাতালের একটি সূত্র জানায়, আইসিইউতে প্রায় ৩০ জন রোগী ছিলেন। কভিড-১৯ গুরুতর আক্রান্তদের জন্য ওই ইউনিটটি সংরক্ষিত ছিল। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, রবিবার ভোর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইরাকে গত ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। চলতি সপ্তাহে মোট সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?