জার্মান গোলরক্ষকের এমন অবিশ্বাস্য ভুলেই নিজেদের মাঠ এমিরেটসে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে গত ৬ ম্যাচ পরে জয়ের মুখ দেখল কার্লো আনচেলত্তির দল। প্রিমিয়ার লিগের তালিকায় ৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে আটে আছে এভারটন। অন্যদিকে এই মৌসুমেও ফর্মের সঙ্গে লড়তে থাকা আর্সেনাল ৩৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে ৯ নম্বরে।
এই ম্যাচের আগে হাজার খানেক গানার সমর্থক জড়ো হয় এমিরেটসে। ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ায় আর্সেনালের মালিক স্টান ক্রোয়েঙ্কের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেন তারা। অবশ্য এই ‘বিতর্কিত’ লিগ থেকে প্রিমিয়ার লিগের বাকি ৫ দলের মতো নিজেদের নামও প্রত্যাহার করে নিয়েছে গানাররা।