স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ এপ্রিল।। শুক্রবার পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচারেল সোসাইটি ও পাওনা ব্রজবাসি ফাউন্ডেশান ত্রিপুরার যৌথ উদ্যোগে পালন করা হয় খংজম দিবস। রাজধানীর অভয়নগরস্থিত পুথিবা দেবতা বাড়িতে এই খংজম দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ কুমার তরুণজিৎ সিংহ, পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচারেল সোসাইটি পদাধিকারি ও পাওনা ব্রজবাসি ফাউন্ডেশান ত্রিপুরার পদাধিকারীরা।
এইদিনের অনুষ্ঠানে মণিপুরি সমাজের সার্বিক বিকাশে যারা কাজ করছে তাদেরকে লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন রাজ্যে একটি মণিপুরি পান্থশালা তৈরি করার জন্য রাজ্য সরকারের নিকট দাবি জানানো হয়েছে। রাজ্যে সর্বপ্রথম অভয়নগরস্থিত পুথিবা দেবতা বাড়িতে পাওনা ব্রজবাসি লাইব্রেরি খোলা হয়েছে।