পাশ ফেল প্রথা চালু করা-শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন এইআইডিএসও’র

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ অবিলম্বে প্রথম থেকেই পাশ ফেল প্রথা চালু করা, ৩১০৩ পদ অবলুপ্ত করা চলবে না সহ চার দফা দাবিতে সোমবার শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল ডি এস ও-র রাজ্য কমিটি৷ সুকল গুলিতে শূন্য পদ রয়েছে৷ তা পূরন না করে অবলুপ্ত করা যাবে না বলে জানান ডি এস ও-র রাজ্য কমিটির সভাপতি মৃদুল কান্তি সরকার৷ সুকলের ছাত্র ছাত্রীদের মার্কশিট প্রদানের দাবিও জানান তারা৷ দাবি গুলির মান্যতা দেওয়ার জন্য এই ডেপুটেশন প্রদান বলে জানান তিনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?