এ চুক্তিতে সনির ছবি মুক্তি পাবে ডিজনি প্লাস ও হুলুতে। এ ছাড়া এবিসি, ডিজনি চ্যানেল, ফিফর্ম, এফএক্স ও ন্যাশনাল জিওগ্রাফিকের মতো টিভি নেটওয়ার্কও এর অন্তর্ভুক্ত। সপ্তাহখানেক আগে জানা যায়, সনি ও নেটফ্লিক্সের মধ্যে ফার্স্ট-পে উইন্ডো সার্ভিসের চুক্তি হয়েছে, যদিও সাধারণত থিয়েটারে মুক্তির ১৮ মাস পর ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো ছবি ছাড়া হয়। এ চুক্তি শেষ হলেই ডিজনির প্ল্যাটফর্মে পে টু উইন্ডোজ হিসেবে সনির ছবি দেখা যাবে।
সনির লাইব্রেরিতে রয়েছে বেশকিছুর মার্ভেল কমিকসের চরিত্র, যেমন; ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’। আরও আছে হোটেল ট্রান্সসিলভানিয়া ও জুনামজি ফ্র্যাঞ্চাইজি। সনির মুক্তি প্রতিক্ষীত ছবির মধ্যে রয়েছে মরবিয়াস, আনচার্টেড, বুলেট ট্রেন ও স্পাইডার-ভার্সের সিক্যুয়েল। রয়েছে জনপ্রিয় ও প্রশংসিত অনেক ছবি। এ চুক্তি নিয়ে সনি ও ডিজনির কর্মকর্তারা বলছেন, ভোক্তাদের চাহিদা বিবেচনা করেই তাদের সিদ্ধান্ত। আশা করছেন দর্শকদের আরও কাছাকাছি পৌঁছাতে পারবেন তারা।