নতুন প্রতিনিধি, উদয়পুর, ১৮ মে৷৷ ঠিকাদারের অধীনে কর্মরত সাড়ে সাতশো শ্রমিক লকডাউন চলাকালীন দু মাস ধরে মজুরি পাচ্ছেন না৷ ঠিকাদারি সংস্থাটি ওটিপিসি-র অধীনে কাজ করে৷ আজ সোমবার গোমতি জেলার অন্তর্গত উদয়পুরের রাজনগরে ওটিপিসি-র এক আধিকারিকের বাসভবন ঘেরাও করেন শ্রমিকরা৷ তাঁদের অভিযোগ, লকডাউন চলাকালে মজুরির টাকা না পাওয়ায় তাঁরা অসহায় হয়ে পড়েছেন৷ তাঁদের পরিবারে অনাহার অর্ধাহার দেখা দিয়েছে৷ সবকিছু জেনেশুনেও কর্তৃপক্ষ কার্যকরী কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না৷ এদিন তাঁরা বকেয়া মিটিয়ে দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পেলে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন৷ পরিস্থিতি বেগতিক দেখে ওই আধিকারিক বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেন, লকডাউনে মজুরি দিতে গিয়ে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে৷ তাই, তাঁরা মজুরি পাননি৷ কিন্তু খুব শীঘ্রই তাঁদের মজুরি মিটিয়ে দেওয়া হবে৷ আধিকারিকের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেয়ে আপাতত শ্রমিকরা তাঁর বাসভবন ঘেরাওমুক্ত করেন৷ প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷