আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সেখানে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে সংযুক্ত মোর্চার দুই প্রার্থী সামশেরগঞ্জের কংগ্রেস সমর্থিত রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস এবং জঙ্গিপুরের আরএসপি সমর্থিত প্রদীপ নন্দী মৃত্যুবরণ করেছেন।
গত সপ্তাহের বৃহস্পতিবার মারা যান মন্টু বিশ্বাস এবং পরদিন শুক্রবার প্রদীপ নন্দী। আগামী ২৬ এপ্রিল তাদের আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ এক বিবৃতিতে ভারতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৬ মে আসন দুটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত এবং গণনা হবে ১৯ মে।