৭৫০টি দরিদ্র পরিবারের মধ্যে চাল-ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ খাদ্যমন্ত্রীর

নতুন প্রতিনিধি, কমলপুর, ১৮ মে।। সালেমা ব্লকের অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট গুলোর যৌথ উদ্যোগে সোমবার সালেমা ব্লক প্রাঙ্গণে আয়োজিত এক ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সালেমা ব্লকের অন্তর্গত ২১ টি ভিলেজ কমিটি ও গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৭৫০ টি দরিদ্র পরিবারের মধ্যে চাল-ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিনের এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংভরন দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। ৪৬ নং সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস দাস সহ সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ,সালেমা বি এ সির চেয়ারপারসন সহ অন্যান্যরা।এক সাক্ষাৎকারে মনোজ কান্তি দে বলেন লকডাউন শুরু হওয়ার পর থেকেই কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিটি মানুষের কল্যাণে কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ক্লাব ,সংগঠন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছে এবং মানুষের যে কোন সমস্যায় এগিয়ে যাচ্ছে।৭৫০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ একটা বিশাল ব্যাপার তাই এই উদ্যোগ যারা গ্রহণ করেছেন এবং এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে তিনি ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন রাজ্যে অনাহার কিংবা অর্ধাহার এর মতো কোনো খবর নেই যদি কারো নজরে এমন কোন বিষয় আসে তবে অবশ্যই যেন সরকার কে অবগত করা হয় এবং এই সমস্যা সমাধানে সরকার অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?