অনলাইন ডেস্ক, ২১ এপ্রিল।। আইপিএলে মঙ্গলবার দিনের একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে রিশভ পন্তের দল। এবারের আসরের নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লির এটি তৃতীয় জয়। সুবাদে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।
২০১৯ সালের মার্চের পর মুম্বাইয়ের বিপক্ষে দিল্লির এটি প্রথম জয়। দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের সবশেষ আসরে চার বার মুম্বাইয়ের মুখোমুখি হলেও সবগুলোতেই হেরেছে দিল্লি। ফাইনালে তাদের হারিয়েই শিরোপা জিতেছিল মুম্বাই।
এদিনও দিল্লির পক্ষে হেসেছে শিখর ধাওয়ানের ব্যাট। পাঞ্জাব কিংসের বিপক্ষে ঠিক আগের ম্যাচে খেলেছিলেন ৯২ রানের ইনিংস। এদিন ৪২ বলে ৪৫ রান করেছেন ৫ চার ও ১ ছক্কায়। এ ছাড়া স্টিভেন স্মিথ ২৯ বলে ৩৩, ললিত যাদব ২৫ বলে অপরাজিত ২২ রান করেন।
এর আগে অমিত মিশ্রার বোলিং তোপে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি টস জিতে ব্যাটিং বেছে নেওয়া মুম্বাই। পাঞ্জাব কিংসের বিপক্ষে ছিলেন না মিশ্রা। এদিন একাদশে ফিরেই ৪ ওভারে ২৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
নবম ওভারে ৪৪ রান করা রোহিত শর্মার সঙ্গে হার্দিক পান্ডিয়াকেও তুলে নেন মিশ্রা। হার্দিক রানের খাতাই খুলতে পারেননি। মিশ্রা পরে নিয়েছেন কিয়েরন পোলার্ড (২) ও ইশান কিশানের (২৬) উইকেটও।
মুম্বাইয়ের বিপক্ষে দিল্লির কোনো বোলারের সেরা বোলিংয়ের কীর্তি এখন মিশ্রার। ম্যাচসেরাও হয়েছেন এই ৩৮ বছর বয়সী লেগি।