স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ এপ্রিল।। ওএনজিসি কর্তৃপক্ষের অমানুষিক সিদ্ধান্তের প্রতিবাদ মঙ্গলবার ওএনজিসির আধিকারিক, প্রকৌশলীরা অনশন ধর্মঘট পালন করল৷ ওএনজিসি ত্রিপুরা এসেটে’র অধীন সবকটি কেন্দ্রেই ঐ অনশন করেন৷
কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে গত ৭ এপ্রিল এই অনশন ধর্মঘটের দিন ঠিক করা ছিল৷ কিন্তু কর্তৃপক্ষ আবেদনে অনশনের দিন পিছিয়ে দেয় ওএনজিসি আধিকারিক সমিতি৷ পরে ১৬ এপ্রিল কর্তৃপক্ষ ও সমিতির মধ্যে আলোচনা হলেও কোন সমাধান সূত্র বের হয়নি৷
প্রতিবাদে ২০ এপ্রিল অনশন ধর্মঘট পালন করা হয়৷ গতবছর করোনা অতিমারির সময় থেকে ওএনজিসি কর্তৃপক্ষ খুবই অমানবিক হয়ে উঠেছে৷ দৈনিক ১২ ঘণ্টা করে টানা ২৮ দিন করে কাজ করিয়ে চলছে কর্তৃপক্ষ৷ দুই বছর পর পর বদলি প্রথা বন্ধ করে রেখেছেন৷
ফলে অতবছর পরিবার ছেড়ে থেকে নানা সমস্যায় পড়ছেন আধিকারিক প্রকৌশলীরা৷ চাকরির শেষ বছরে এসেও অনেকেই বদলি নিতে পারছেন না৷ টানা কাজের ফলে বিভিন্ন খনন স্থলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে৷
এগুলি থেকে বড় দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে৷ এইসব কিছুর প্রতিবাদেই মঙ্গলবারের এই অনশন ধর্মঘট কর্মসূচি পালন করেন ওএনজিসি আধিকারিক সমিতি৷