পুণ্যার্থীরা স্নানযাত্রা সেরে অনেককে গীতা পাঠও করতে দেখা গিয়েছে। এছাড়াও এদিন বহু পুণ্যার্থী তাদের পূর্বপুরুষদের আত্মার সদগতি কামনার্থে তিল জল দান করতেও দেখা যায়। এ প্রসঙ্গে এক পুরোহিতকে জিজ্ঞেস করা হলে তিনি জানান তেলিয়ামুড়া বাঁশ বাজার স্থিত অন্নপূর্ণা ঘাটে পুণ্যার্থীরা মহা অষ্টমীর পূর্ণ লগ্নে গঙ্গা পূজো এবং স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করেন।এ প্রসঙ্গে বলতে গিয়ে অপর পূজারী বলেন করোনার ব্যাপার দেখার দায়িত্ব প্রশাসনের।
তবে এখানে অনেক পুণ্যার্থী যেমন সামাজিক দূরত্ব বজায় রাখছে না ঠিক তেমনি অনেকের মুখেই মাক্স নেই।তবে রাজ্য সরকারের জারি করা করোনার নীতি- নির্দেশিকাকে একপ্রকার কলাপাতা বানিয়ে স্বমহিমায় চলছে মহা অষ্টমীর স্নানযাত্রা। এতে পূণ্যার্থীদের ঘরে ঘরে করোণা ভাইরাসের আগমন ঘটলেও অস্বাভাবিকের কিছুই থাকবে না।