স্টাফ রিপোর্টার,বিশালগড়, ২০ এপ্রিল।। খুড়তুতো ভাইকে ছুরিকাঘাতের অপরাধে অভিযুক্ত জ্যাঠতুতো ভাইকে দোষী সাব্যস্ত করেছে বিশালগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত । বিভিন্ন ধারায় অভিযুক্তকে কারাবাসের সাজা ঘোষণা করে আদালত।
জানা যায়২০১৪ সালের ১১ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটে নাগাদ পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে চন্দন অধিকারী তার খুড়তুতো ভাই গৌতম অধিকারীকে ছুরি দিয়ে আঘাত করে। গৌতম অধিকারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা করা হয়। দীর্ঘ সময় পর বিশালগড় অতিরিক্ত জেলা দায়রা আদালত অভিজিৎ চন্দন অধিকারীকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি ৪৪৭ ধারায় তিন বছর, ৩২৬ ধারায় দশ বছর এবং ৩০৭ ধারায় ১০ বছর জেল এবং ১০ হাজার টাকা সাজা ঘোষণা করে আদালত।
অনাদায়ে আরও তিন মাসের জেলের সাজা ঘোষণা করে। সবগুলি সাজা একসাথে চলবে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট জ্যোতিপ্রকাশ দাস।