নতুন প্রতিনিধি, কমলপুর, ১৮ মে।। রাজ্যে করোনার উৎস অনুসন্ধানে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল আজ সোমবার ধলাই জেলার কমলপুর মহকুমা পরিদর্শন করেছে। তিন সদস্যের বিশেষজ্ঞ দল ধলাইঘাট বিওপি ঘুরে দেখেছে। এছাড়া সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেছেন দলের সদস্যরা। ওই বিওপি-র এক জওয়ান করোনা আক্রান্ত হয়েছিলেন। এদিন শিলং নেইগ্রিমস-এর কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধাণ ডা. জিএস মেধি, নেইগ্রিমস শিলঙের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ভূপেন বর্মণ ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আঞ্চলিক অধিকর্তা ডা. এসডি মজুমদার ধলাই জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. অ্যাপলো কলই, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. অঞ্জন দাস, ডা. শুভাশিস দে, মহকুমাশাসক সুশান্ত কুমার সরকারকে নিয়ে প্রথমে ধলাইঘাট বিওপি পরিদর্শনে যান। সেখানে বিএসএফ আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা। পরবর্তী সময়ে তাঁরা কমলপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। আজকের পরিদর্শন নিয়ে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের জনৈক সদস্য জানান, করোনা-র উৎস অনুসন্ধানে আমরা ত্রিপুরায় এসেছি। গোটা বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে আমরা রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করব, বলেন তিনি। এদিন অনুসন্ধান শেষে বিশেষজ্ঞ দলের সদস্যরা আগরতলায় ফিরে গেছেন।