নতুন প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।। কলেজের ফলাফলে অসঙ্গতির অভিযোগ এনে ছাত্র-ছাত্রীরা আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাঁদের সামাল দিতে পুলিশ নেমেছিল। পুলিশের হস্তক্ষেপে তারা আজ বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসেন। কিন্তু, উত্তরপত্র পুনরায় পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া ছাত্র-ছাত্রীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আজ এমবিবি এবং বিবিএমসি কলেজে চতুর্থ এবং পঞ্চম সেমিস্টারের ফলাফলে অসংগতির প্রতিবাদে কলেজে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন ছাত্র-ছাত্রীরা। পরিস্থিতি বেগতিক দেখে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেন, তাদেরকে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এ-নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষুব্দ ছাত্রছাত্রীরা জানান, কিছুদিন পরেই তাদের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা। অথচ চতুর্থ এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকরা গাফিলতি করেছেন। তাঁদের অভিযোগ, অনেকক্ষেত্রেই পরিকল্পিতভাবে ছাত্র-ছাত্রীদের আটকে রাখা হয়েছে। উত্তর পত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।