নতুন প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।। করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ সরকারের পাশে এসে দাঁড়াচ্ছে। সাধারন মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান করে যাচ্ছে। সোমবারও বহু মানুষ এবং সংগঠন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান করার লক্ষ্যে মন্ত্রী রতন লাল নাথের হাতে চেক তুলে দেয়। সাধারন মানুষ ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে চেক গ্রহণের পর মন্ত্রী রতন লাল নাথ জানান ১৫ মে পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১৬ কোটি ৯ লক্ষ টাকা জমা পড়েছে। এছাড়াও প্রাধান মন্ত্রীর ত্রান তহবিলেও অর্থ জমা পড়ছে। কোন একটি ইসুর জন্য অতিতে এত পরিমাণ অর্থ দান রাজ্যে দেখা যায়নি। মন্ত্রী রতন লাল নাথ আরও জানান যারা অর্থ দান করছেন তারা একদিকে যেমন মানুষের উপকার করছেন, তেমনি যাদের বেশি ইনকাম তারা ট্যাক্স থেকে ছাড় পাবেন। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে যে ১৬ কোটি ৯ লক্ষ টাকা জমা পড়েছে তার থেকে বিভিন্ন খাতে মুখ্যমন্ত্রী ৮ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয় করছেন। জনজাতিদের কল্যাণে, বিভিন্ন রাজ্যে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ট্রেনে করে নিয়ে আসার জন্য যে অর্থ ব্যয় হচ্ছে, তা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে দেওয়া হচ্ছে। রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে অর্থ ব্যয় করে।