স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৯ এপ্রিল।। বিশালগড় নিউ মার্কেটে ১৭ এপ্রিল মাস্ক ব্যবহারে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। পাশাপাশি বিশেষ সচেতনতা ও প্রচার কর্মসূচিও চালানো হয়। মহকুমা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও অন্যান্য দফতরের উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয়।
কিভাবে মাস্ক পরিধান করতে হয়, কোভিড সময়কালে মাস্ক পরিধান কতটা জরুরি সেই সব বিষয়ে মহকুমা শাসক জয়ন্ত চক্রবর্তী ও অন্যান্য দফতরের আধিকারিকেরা জনগণকে পরামর্শ প্রদান করেন।
মাস্ক পরিধান না করার কারণে এদিন অভিযান চালিয়ে জরিমানাও আদায় করা হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তার কার্যালয় থেকে প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।