স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১৯ এপ্রিল।। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জগদীশ দেববর্মা। আজ খুমুলুঙে জেলা পরিষদের পরিষদ ভবনে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর প্রথম সভায় মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে পূর্ণচন্দ্র জমাতিয়া ও চেয়ারম্যান হিসেবে জগদীশ দেববর্মা নির্বাচিত হন।
এর আগে আজ সকাল ১১টা ৩০মিনিটে খুমুলুঙে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পরিষদ ভবনে নবনির্বাচিত ১৮ জন সদস্য ও সদস্যাগণ শপথ গ্রহণ করেন।প্রথমে শপথ নেন ১-দামছড়া-জম্পুই (এস টি) কেন্দ্রের ভবরঞ্জন রিয়াং, এরপর ৭-ডেমছড়া-কচুছড়া কেন্দ্রের বীরেন্দ্র দেববর্মা, ৯-হালাহালি-আশারামবাড়ি (এস টি) কেন্দ্রের অনন্ত দেববর্মা, ১০-কুলাই-চাম্পাহাওর (এস টি) কেন্দ্রের অনিমেষ দেববর্মা,
১১ মহারাণী তেলিয়ামুড়া (এস টি) কেন্দ্রের কমল কলই, ১৩ সিমনা-তমাকারি (এস টি) কেন্দ্রের রবীন্দ্র দেববর্মা, ১৪-বোধজংনগর-ওয়াকিনগর (এস টি) কেন্দ্রের রুনেইল দেববর্মা, ১৫-জিরানীয়া (এস টি) কেন্দ্রের জগদীশ দেববর্মা, ১৬-মান্দাই-পুলিনপুর (এস টি) কেন্দ্রের চিত্তরঞ্জন দেববর্মা, ১৭ পেকুয়ারজলা- জন্মেজয়নগর (এস টি) কেন্দ্রের গণেশ দেববর্মা, ১৮-টাকারজলা জম্পুইজলা (এস টি) কেন্দ্রের প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মণ,
১৯-আমতলি গোলাঘাটি (এস টি) কেন্দ্রের উমাশঙ্কর দেববর্মা, ২০-কিল্লা-বাগমা (এস টি) কেন্দ্রের পূর্ণচন্দ্র জমাতিয়া, ২৩-অম্পিনগর (এস টি) কেন্দ্রের সদাগর কলই, ২৪ রাইমাভ্যালি (এস টি) কেন্দ্রের রাজেশ ত্রিপুরা, ২৫ নতুননগর মালবাসা (এস টি) কেন্দ্রের সদস্যা ডলি রিয়াং, ২৭-পূর্ব মহুরীপুর-ভুরাতলী (এস টি) কেন্দ্রের দেবজিৎ ত্রিপুরা। শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রশাসক জি কে রাও৷
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বলীন দেববর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৭ জন ককবরক ভাষায় শপথ বাক্য পাঠ করেন এবং সদস্যা ডলি রিয়াং ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেন।