অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ভারতে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। যা করোনার প্রথম ঢেউয়ের থেকেও বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দ্বারা প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন মানুষ।
ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯। তবে, এর মধ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা হল ১৮ লক্ষ ১ হাজার ৩১৬।গত চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৮ হাজার ৪২৩ জন। ফলে দেশে মোট কোরোনা সুস্থ্যতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৯ হাজার ৬৪৩।তবে, ভারতে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের।
যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ফলে দেশে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ১৫০।এছাড়া দেশে গত চব্বিশ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৬ লক্ষ ৮৪ হাজার ৯৪৯ জন মানুষকে। ফলে ভারতে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১২ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৫৯০ জনের।