নতুন প্রতিনিধি, বিলোনীয়া, ১৮ মে।। আজ বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভা কেন্দ্রে নিহারনগর পঞ্চায়েতে রামানন্দ বৈষ্ণব এর বাড়িতে সিপিএম নিহারনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে ১৭পরিবার বৈষ্ণব ধর্মের মানুষ সহ ৩৬ পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। লক ডাউনের ফলে তারা বাড়ি থেকে বের হতে পারেন না। তাই ধর্ম পালনের জন্যও ভিক্ষা করতে পারছেন না। এতে চলতে খুব অসুবিধা হচ্ছে জানালেন বিষ্ণু দাস বৈষ্ণব ও রামানন্দ বৈষ্ণব। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি হলাম বললেন সুনন্দ বৈষ্ণব, প্রিয়া বৈষ্ণব ও কুন্জপ্রিয়া বৈষ্ণব সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস, অঞ্চল কমিটির সম্পাদক অমৃত লাল দাস, দুলাল ত্রিপুরা, কালাচাঁদ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এইদিকে কৃষ্ণপুর গ্রামে কল্যাণ ত্রিপুরার বাড়ি থেকে ত্রাণ সামগ্রী নিতে বাঁধা দেয় কানু দেবনাথ সহ ২-৩ জন বিজেপি নেতা কর্মী। হারাধন দাস জানায় আমাকে বাঁধা দিলেও আমি এসছি। তারাতো আমাকে কিছু দেয় না। বিধায়ক সুধন দাস বলেন সরকারে না থাকলেও আমাদের পার্টি আপনাদের সাথে সব সময় আছে। যখনই কোনো সমস্যা হবে আমাদের বলবেন আমরা সাহায্য করবো ।