স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে আবারও সফল নিউরোসার্জারি সম্পন্ন হল৷ রাজ্যে ইতিমধ্যেই একাধিক রোগীর সফল নিউরোসার্জারি হয়েছে৷ মোহনপুরের লেফুঙ্গার বাসিন্দা ৬০ বছর বয়সী রোহিনী দেববর্মা মাসখানেক আগে বাড়িতে বাথরুমে পড়ে মাথায় আঘাত পান৷
এরপর থেকে মাথা ব্যাথা, মাথা ঘুরানো, বমিভাব ও মাঝে-মাঝে জ্ঞান হারিয়ে ফেলতেন৷ এরপর অর্ধচেতন অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি হন৷ সেখানে পরীক্ষায় ধরা পরে যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল৷ সঙ্কটজনক পরিস্থিতির মুখোমুখি হন তিনি৷
গত ৭ এপ্রিল তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়৷ এই অস্ত্রোপচার করেন ডা. সিদ্ধা রেড্ডি৷ অ্যানেস্থেসিস্ট ছিলেন ডা. দেবাশিস দাস৷ অস্ত্রোপচারে ডা. রেড্ডির সঙ্গে ছিলেন ও টি সিস্টার বুখরাই জমাতিয়া এবং ও টি টেকনিসিয়ান রাজেন্দ্র মুড়াসিং৷
রোগীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার পরিবার পরিজনরা খুশি৷ রোহিনী দেববর্মা সুস্থ হয়ে ওঠায় তার পরিবার-পরিজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ স্বাস্থ্য অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷