অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল।। নভেল করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র-ব্রিটেন যখন চীনের জৈব গবেষণাগারকে দুষছে, তখন এই ধরনের আরও ল্যাব তৈরির ঘোষণা দিল দেশটি।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী শিয়াং লিবিন জানিয়েছেন, দেশের জৈব নিরাপত্তা আইনে পরিবর্তন আনা হয়েছে। এই নতুন আইনের আওতায় আরও বেশি জৈব গবেষণাগার তৈরির কাজ শুরু হয়েছে।
সংবাদ সংস্থা এএফপিকে শিয়াং জানিয়েছেন, এই মুহূর্তে তিনটি বায়ো-সেফটি লেবেল ৪ ও ৮৮টি বায়ো-সেফটি লেবেল ৩ গবেষণাগার তৈরি করা হবে। এই গবেষণাগারে বিভিন্ন ধরনের জৈব উপাদান নিয়ে গবেষণা হবে।
এর মধ্যেই উহানে গবেষণা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একটি বিশেষজ্ঞ দল জানিয়েছে, এখানকার কোনো গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
অবশ্য গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে চীন। এই অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেই এ বার নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা।
নভেল করোনাভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম ছড়ায়। সেই থেকে এর উৎপত্তিস্থল নিয়ে নানা গুঞ্জন শোনা যায়।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চীনের ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়েছে।