মুহুরীঘাট আন্ত:শুল্ক বাণিজ্য কেন্দ্রের কর্মহীন শ্রমজীবী মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ কংগ্রেসের

নতুন প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ মে৷৷ করোনা পরিস্থিতিতে ভারত সরকার কর্তৃক ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ কার্যত ভাওতাবাজি৷ কারণ ভারতবর্ষের শ্রমিক কৃষকদের যে আর্থিক সহযোগিতার কথা এই প্যাকেজে উল্লেখ করা হয়েছে তা সরাসরি তাদের সাহায্য না করে ঋণের মাধ্যমে সাহায্য করাটাই হচ্ছে প্রকৃত অর্থনৈতিক কাঠামো আরো বেহাল অবস্থা হয়ে পড়ার শামিল৷ প্রধানমন্ত্রীর অজ্ঞতার কারণে ভারতবর্ষ বিরাট বিপর্যয়ের মুখে সন্মুখীন হতে যাচ্ছে৷ এই প্যাকেজ যদি পুর্নবিবেচনা না করে ভারতবর্ষের অর্থনীতির পক্ষে বিপদ ডেকে আনবে এবং ভারতবর্ষকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে বিলোনিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মাক্স ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে এসে ভারত সরকার কর্তৃক ২০ লক্ষ টাকা আর্থিক প্যাকেজের সমালোচনা করে এই অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ বিশ্বাস৷ ভারত সরকার কর্তৃক এই আর্থিক প্যাকেজ এর তীব্র বিরোধিতা করে তিনি আরো বলেন কংগ্রেস দল এই আর্থিক প্যাকেজে হতাশ উদ্বিগ্ণ৷ কারণ কৃষক জুমিয়া শ্রমজীবি মানুষদের জন্য কিছুই নেই এই প্যাকেজে৷ ভারতবর্ষে শ্রমিকরাই প্রকৃত নির্মাতা তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব৷এই শ্রমিকদের যদি রক্ষা না করা যায় ভারতবর্ষের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে৷কোন দেশকে বাঁচাতে গেলে শ্রমিকদের বাঁচাতে হবে৷ এছাড়া তিনি আরো বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন জায়গা থেকে সরকারের খরচে আনাও পাঠানোর ক্ষেত্রে সরকারের যে দাবি তাও ভাওতাবাজি উল্লেখ করে বলেন ইটভাটা শ্রমিকদের কাছ থেকে ভাতার মালিকেরা প্রাপ্য মজুরি একটা অংশ রাজ্য সরকারের কাছে পাঠানোর পর এই বিশেষ উদ্যোগ বলে অভিমত প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ বিশ্বাস৷ রবিবার বিলোনিয়া ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন স্থানে আয়োজিত হয় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৷ প্রথমে কংগ্রেস ভবন আয়োজিত হয় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান বিলোনিয়া মুহুরীঘাট আন্ত শুল্ক বাণিজ্য কেন্দ্রের ৪২ জন কর্মহীন শ্রমজীবী মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী ও ব্লক কংগ্রেসের সভাপতি অরূপ দেব সহ অন্যান্য নেতৃত্বরা এই শ্রমিকদের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে৷ এরপর বিলোনিয়া প্রেসক্লাবে সংবাদ প্রতিনিধিদের সুরক্ষার কথা ভেবে বিলোনিয়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে বিতরণ করা হয় মাক্স ও স্যানিটাইজার৷ পাশাপাশি এদিন ২৭ জন দুস্থ মুসলিম সম্প্রদায় মানুষদের মাঝে বিতরণ করা হয় রমজান মাসের খাদ্য সামগ্রী৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?