তবে এর থেকে কভিড-১৯ রোগে মৃত্যুর শঙ্কা অনেক বেশি। ইউরোপে বেশ কয়েকটি দেশে এর আগে টিকাটির কার্যক্রম স্থগিত করা হয়। তারা এখন আবার দেয়া শুরু করেছে। বাংলাদেশও এই টিকা ব্যবহার করছে। তবে এই অঞ্চলে রক্ত জমাট বাঁধার মতো কোনো ঘটনা পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, এশিয়ানদের রক্ত জমাট বাঁধার সম্ভাবনা কম। ডেনমার্ক সরকার বলছে, নতুন কোনো নির্দেশনা না আসলে ২.৪ মিলিয়ন ডোজ ভ্যাকসিন ফেরত দেয়া হবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, তাদের গবেষণায় ধারণার চেয়ে বেশি মানুষের রক্ত জমাট বেঁধেছে এই টিকা নেয়ার পর, ৪০ হাজারে গড়ে একজন। ডেনমার্কে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে দেড় লাখ মানুষ নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা।