নতুন প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ মে৷৷ ভোর রাতে পুলিশ ও টিএসআরের গুন্ডামিতে আহত এক লরি চালক৷ এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য ও বহিঃ রাজ্যের লরিচালকরা৷ঘটনা উত্তর জেলার চুড়াইবাড়ি সেইলটেক্স সংলগ্ণ এসটিপাড়া এলাকাতে৷ আজ রবিবার ভোর চারটে নাগাদ চুড়াইবাড়ি থেকে টিআর-০১এল- ১৭৪৮ নম্বরের একটি ছয় চাকা এলপিজি খালি সিলিন্ডারের গাড়ি আসামে যাবার সময় চুরাইবাড়িতে অন্য গাড়িকে ওভারটেক করছিল৷ আর তখনই শুরু হয় পুলিশের গুন্ডামি৷ চুড়াইবাড়ি থানার এক পুলিশ অফিসার সহ কর্তব্যরত টিএসআর জওয়ানরা লরিচালক সুশান্ত সরকারকে মারধোর করে৷ তখন সে পুলিশকে না মারার অনুরোধ জানালেও কে শুনে কার কথা৷ আহত লরি চালক সুশান্ত জানায় তার কোন কথাই পুলিশ শুনতে রাজি নয় বরং জোয়ানদের গুন্ডামি যেন আরও বেড়েই চলছে৷ তার কোমর ও পায়ে বেধড়ক মারধর করে তারা৷ কিন্তু তার অপরাধ সে অন্য গাড়িকে ওভারটেক করতে চেয়েছিল৷ টিএসআরের মারে সঙ্গে সঙ্গেই আহত হওয়ায় অন্যান্য চালকরা তাকে শনিছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়৷ কিন্তু সে আর গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারছিল না৷ তখন অন্য একজন চালক তার গাড়িটি চালিয়ে নিয়ে যায় আসামে৷ আহত লরি চালকের বাড়ি কুমারঘাটের আশ্রমপল্লী এলাকায়৷সে জানায় আজ দুইদিন ধরে চুরাইবাড়িতে লাইনে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি নিয়ে৷যার কারণে রান্না করে খাবার পর্যন্ত খেতে পারছেনা৷ সে গাড়ি নিয়ে আসামের শিলচরের বড়লাতে এলপিজির প্লান্টে যাচ্ছিল৷ কিন্তু পুলিশ ও টিএসআরের এহেন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন চালকরা৷ তারা জানায় চলতি লকডাউন সময়ে উজ্জ্বলা যোজনায় সাধারণ মানুষের মধ্যে গ্যাস পৌঁছে দেওয়ার কারণে তাদের প্রতিদিন গাড়ি চালাতে হচ্ছে৷ তার উপর পুলিশ ও টিএসআরের অত্যাচার শুরু হলে তারা ধর্মঘটের ডাক দেবে৷ এই নিয়ে আজ চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করে৷