সুবাদে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ‘গুরু’ ধোনির বিরুদ্ধে জয় পেলেন ‘শিষ্য’ পন্ত। আর প্রত্যাবর্তনের ম্যাচে হার হজম করে মাঠ ছাড়লেন ধোনি ও তার প্রিয় সতীর্থ রায়না। ব্যক্তিগত কারণ দেখিয়ে রায়না গত আইপিএল শুরুর আগেই সরে দাঁড়ান। চেন্নাইয়ের ছোড়ে দেওয়া চ্যালেঞ্জের জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৩.৩ ওভারে ১৩৮ রান তুলে ফেলে দিল্লি। পৃথ্বী ৩৮ বলে ৭২ রানে ফিরলে এই জুটির পতন হয়। ৯টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান পৃথ্বী। অন্যদিকে ৫৪ বলে ৮৫ রানে আউট হন ধাওয়ান। হাঁকান ১০টি চার ও ২টি ছক্কা।
ধাওয়ান যখন ফিরছেন তখন বোর্ডে ২ উইকেটে ১৬৭ রান দিল্লির। এরপর বাকিটা ছিল স্রেফ নিয়ম রক্ষার। এর আগে রায়না দারুণ প্রত্যাবর্তন করে ৩৬ বলে করেন ৫৪ রান। ৩টি চার ও ৪টি ছক্কায় তার ইনিংস সাজানো ছিল। মইন আলি (৩৬), অম্বাতি রায়ডু (২৩) ও শেষের দিকে রবীন্দ্র জাদেজা (২৬) ঝড় তুললেও সেটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। গত ১ নভেম্বর শেষ ম্যাচ খেলেছিলেন ধোনি। তিনিও সুবিধা করতে পারেননি। দুই বল খেলে শূন্য রানে আউট হয়ে যান। এরপরও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তুলেছিল চেন্নাই। ম্যাচসেরা হয়েছেন ধাওয়ান।