তিনবছরে শাসক দল এডিসি এলাকার কর্মচারীদের মন জয় করতে পারেনি?

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১০ এপ্রিল।। এডিসি নির্বাচনে সরকারি কর্মচারীরাও মুখ ফিরিয়ে নিল শাসক দল থেকে৷ ব্যালট পেপারের ভোটের ফলাফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে শাসক দলের প্রতি বিক্ষুব্ধ।

এই শাসক দলের প্রতি আস্থা হারিয়েই সরকারি কর্মচারীরা ব্যালট পেপারে ভোট দিয়েছেন৷ বিশালগড় ও জম্পুইজলা মহকুমার তিনটি আসনেই কর্মচারীর ভোটে ধরাশায়ী বিজেপি ও আইপিএফটি জোট প্রার্থীরা৷ আমতলি- গোলাঘাটি কেন্দ্রে পোস্টাল ব্যালটে ভোট পড়ে ৪৪৩টি৷ এর মধ্যে শাসক দলের প্রার্থী ভোট পায় মাত্র ৩৪টি৷

আইএনপিটি প্রার্থী পায় ৩৬৭ টি৷ টাকারজলা-জম্পুইজলা কেন্দ্রে মোট পোস্টাল ব্যালটে ১৭০ এর মধ্যে শাসক দল পায় মাত্র ৯টি৷ তিপরা মথা পায় ১৫৮টি এবং পেকুয়াজলা- জম্পুইজলা কেন্দ্রে মোট পোস্টাল ব্যালট ৩৪৩ এর মধ্যে শাসক দল পায় মাত্র ২৮টি এবং তিপরা মথা পায় ৩১০ টি৷ এই ফলাফল থেকে এটা স্পষ্ট গত তিনবছরে শাসক দল এডিসি এলাকার কর্মচারীদের মন জয় করতে পারেনি৷

এই নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, পাহড় থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস, সিপিএম এবং আইপিএফটি৷ ভোটের ফলাফলে তাদের অবস্থা একেবারে শোচনীয়৷ জম্পুইজলা ও বিশালগড় মহকুমার সবকয়টি আসনেই বিপুলভাবে জয় ছিনিয়ে নেয় তিপরা মথা ও আইএনপিটি জোট৷

তিনটি আসনেই রাজ্যের শাসক দলের দুইজন হেভিওয়েট মন্ত্রী সহ মোট তিনজন বিধায়ক রয়েছেন৷ শাসক দলের জোট সরকারের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রী এনসি দেববর্মা এবং বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা কঠোর পরিশ্রম করেও কোনভাবেই একটি আসনেও জয়ী হতে পারেনি৷

বিশালগড় মহকুমায় ১৯-আমতলি- গোলাঘাটি কেন্দ্রটি চড়িলাম ও গোলাঘাটি বিধানসভা এলাকার বিভিন্ন বুথ নিয়ে গঠিত৷ এই দুই বিধানসভায় স্ট্যান্ডিং এমএলএ রয়েছেন শাসক দলের একজন হলেন উপমুখ্যমন্ত্রী, অন্যজন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা৷

এই কেন্দ্রে মোট ৩১৭০৭ ভোটের মধ্যে শাসক দল বিজেপি দলের প্রার্থী বিশু দেববর্মা পান মাত্র ৭৩৬৩ টি এবং তিপরা মথা ও আইএনপিটি জোট প্রার্থী উমা শঙ্কর দেববর্মা পান ২২০৭৮ টি ভোট৷ অন্যদিকে সিপিএম প্রার্থী মায়ারানি দেববর্মা পান ১১৫৬, কংগ্রেস প্রার্থী রাজীব দেববর্মা পান ৪০৫ এবং নির্দল প্রার্থী মলেন্দ্র দেববর্মা পান ৩২৭ টি ভোট৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?