এডিসি নির্বাচনে তিপ্রাল্যান্ড স্টেট পার্টি ১৬টি আসনে ও বিজেপি ৯টি আসনে জয়ী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ এপ্রিল।।
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের আজ ভােট গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচনে তিপ্রাল্যান্ড স্টেট পার্টি ১৬টি আসনে, ভারতীয় জনতা পার্টি ৯টি আসনে এবং আই এন পি টি ২টি আসনে এবং নির্দল প্রার্থী ১টি আসনে জয়ী হয়েছে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল এডিসি’র ২৮টি আসনে ভােট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার এম এল দে বিজয়ী প্রার্থীদের নাম জানান। রাজ্য নির্বাচন কমিশনার জানান, ১-দামছড়া-জম্পুই (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের ভবরঞ্জন রিয়াং। ২-মাছমারা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের স্বপ্না রাণী দাস।

৩-দশদা-কাঞ্চনপুর কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের শৈলেন্দ্র নাথ। ৪-করমছড়া (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি’র বিমল কান্তি চাকমা। ৫-ছামনু কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের হংস কুমার ত্রিপুরা। ৬-মনু-ছৈলেংটা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের সঞ্জয় দাস। ৭-ডেমছড়া-কচুছড়া কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের ধীরেন্দ্র দেববর্মা। ৮-গঙ্গানগর-গন্ডাছড়া (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং।

১-হালাহালি-আশারামবাড়ি (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের অনন্ত দেববর্মা। ১০-কুলাই-চাম্পাহাওর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের অনিমেষ দেববর্মা। ১১-মহারাণীপুর-তেলিয়ামুড়া (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের কমল কলই। ১২-রামচন্দ্রঘাট (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের সুহেল দেববর্মা। ১৩-সিমনা-তমাকারি (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের রবীন্দ্র দেববর্মা। ১৪-বােধজংনগর-ওয়াকিনগর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের রুনেইল দেববর্মা। ১৫-জিরানীয়া (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন আই এন পি টি দলের জগদীশ দেববর্মা।

১৬-মান্দাইনগর-পুলিনপুর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের চিত্তরঞ্জন দেববর্মা। ১৭-পেকুয়ারজলা-জন্মেজয়নগর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের গনেশ দেববর্মা। ১৮-টাকারজলা-জম্পুইজলা (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের প্রদ্যুৎ বিক্রম কিশাের দেববর্মণ। ১৯-আমতলি-গােলাঘাটি (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন আই এন পি টি দলের উমাশঙ্কর দেববর্মা।

২০-কিল্লা-বাগমা (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের পূর্ণচন্র জমাতিয়া। ২১-মহারাণী-চেলাগাঙ্গ (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের সম্রাট জমাতিয়া। ২২-কাঁঠালিয়া-মির্জা-রাজাপুর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের পদ্মলােচন ক্রিপুরা। ২৩-অম্পিনগর (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের সদাগর কলই। ২৪-রাইমাভ্যালি (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের রাজেশ ত্রিপুরা। ২৫-নতুনবাজার-মালবাসা (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের ডলি রিয়াং। ২৬-বীরচন্দ্রনগর-কলসী (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের সঞ্জীব রিয়াং।

২৭-পূর্ব মহুরিপুর-ভুরাতলী (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন টি এস পি দলের দেবজিৎ ত্রিপুরা। ২৮-শিলাছড়ি-মনুবনকুল (এসটি) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি দলের কংজায় মগ। সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার এম এল দে ভােট গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?