কোরীয়দের কোন ‘কঠিন সংকটের’ কথা বললেন কিম?

অনলাইন ডেস্ক, ৯ এপ্রিল।। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার নাগরিকদের ‘কঠিন সংকটে’ প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। কয়েকটি মানবাধিকার সংগঠন সতর্ক করেছে, মারাত্মক খাদ্যাভাব ও অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশটি। করোনা ভাইরাস মহামারীর কারণে সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। ফলে চীনের সঙ্গে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে দেশটির। আর এটিই অর্থনৈতিকভাবে বড় ধাক্কা হয়ে উঠেছে তাদের জন্য।

পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বলবৎ থাকায় উত্তর কোরিয়ার অধিকাংশ ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড এখন চীনকেন্দ্রিক। ইতোমধ্যে এক পার্টি সম্মেলনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম এই পরিস্থিতিকে তুলনা করেছেন, সেই দেশের ঘটে যাওয়া ১৯৯০ সালের জঘন্য প্রাণনাশী দুর্ভিক্ষের সঙ্গে। এমন বিরল পরিস্থিতি সামাল দিতে এবং জনগণকে কিছুটা হলেও এই কঠিন অবস্থা থেকে মুক্তি দিতে পার্টির অন্য নেতাদের ‘আরডুয়াস মার্চ’র মতো আরেকটি যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯০ সালে ভয়াবহ দুর্ভিক্ষের সময় দেশটির সংগ্রামকে বোঝানোর জন্য ‘আর্ডুয়াস মার্চ’ টার্মটি ব্যবহার করে উত্তর কোরিয়ার কর্মকর্তারা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি এক চরম সংকটের সম্মুখীন হয়। এতে প্রায় ৩০ লাখ লোক ওই সময় মৃত্যুবরণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?