অসমে আরও চারজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ, আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৯৫

নতুন প্রতিনিধি, গুয়াহাটি, ১৭ মে ।। অসমে আরও চারজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে রাজ্যে কোভিড-১৯ আক্ৰান্তের সংখ্যা ৯৫ জনে বৃদ্ধি পেয়েছে। শনিবার গভীর রাতে পর পর দুই দফায় দুবার টুইট করে এই খবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। রাত ১২.৪০ মিনিটে তিন এবং ২.৩৩ মিনিটে টুইট করে আরও একজনের রেজাল্ট পজিটিভ এসেছে বলে সবাইকে নিজেদের ঘরে সুরক্ষিত অবস্থান করতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব। অযথা ঘরের বাইরে এসে বিপদ না বাড়াতে রাজ্যবাসীর প্রতি আবেদন জানান তিনি। শনিবার রাত পর্যন্ত যাঁদের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে, তাঁদের একজন শোণিতপুর এবং অন্যজন শিবসাগর জেলার বাসিন্দা। বাকি দুজন কামরূপ মহানগর জেলার গুয়াহাটির। মন্ত্রী জানান, রাজ্যে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৫। তাঁদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। দুজনের মৃত্যু হয়েছে এবং সক্রিয় রোগী ৫০ জন। এছাড়া দুজন ছিলেন অভিবাসী, অন্য রাজ্য থেকে এসেছিলেন তাঁরা। প্রসঙ্গত, ৯৫ জন রোগীর মধ্যে এক গুয়াহাটিরই ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস হামলা করেছে।গুয়াহাটির যে দুজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে তারাও ফ্যান্সিবাজারের আলুগুদাম সম্পৃক্ত। তারা কালাপাহাড় এবং ফাটাশিলের কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। উভয়কে রাতেই মহেন্দ্ৰমোহন চৌধুরী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই তথ্য দিয়ে মন্ত্রী জানান, তৃতীয় রোগীকে তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। এছাড়া শিবসাগরের রোগীকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?