এডিসি এলাকায় বহিরাগতদের অবস্থান করার অভিযোগ নির্বাচন কমিশনে জানাল সিপিএম

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ এপ্রিল।। নির্বাচনবিধি অমান্য করে বহিরাগত এডিসি এলাকায় অবস্থান করার অভিযোগ তুলে রিটার্নিং অফিসারকে চিঠি দিলো বামেরা৷ অভিযোগ, ভোটের দিন গণ্ডগোল ও ভোটারদের প্রভাবিত করার জন্য এই বহিরাগতরা এডিসি এলাকায় প্রবেশ করেছে৷

অভিযোগপত্রে দাবি করেন সমস্ত বহিরাগতদের এডিসি এলাকা থেকে দ্রুত বের করার ব্যবস্থা করতে হবে৷ সুষ্ঠু পরিবেশে ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোটদান করতে পারে তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়৷

সোমবার রিটার্নিং অফিসারকে চিঠি দেয় ২২ কাঁঠালিয়া-মির্জা-রাজপুর ও ২০ কিল্লা-বাগমা আসনের সিপিআইএম প্রার্থীদের পক্ষে নির্বাচনী এজেন্টরা৷ সোমবার দুপুরে দুই কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা উদয়পুরের মহকুমা শাসকের নিকট এই অভিযোগ দায়ের করেন৷

অন্যদিকে বিভিন্ন এলাকাতে ভোটারদের হুমকি ও ধমক দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ ২০ কিল্লা-বাগমা এবং ২২ কাঁঠালিয়া-মির্জা-রাজপুর দুটি কেন্দ্রের প্রার্থীর নির্বাচনী এজেন্টরা রিটার্নিং অফিসারকে চিঠিতে জানিয়েছেন, গোটা কেন্দ্রে বহিরাগতরা অবাধ বিচরণ করছে৷

স্পষ্ট বোঝা যাচ্ছে এই বহিরাগতরা ভোটের পরিবেশকে বিঘ্নিত করবে এবং ভোটারদের নির্দিষ্ট দলের পক্ষে ভোট দিতে হুমকি দেবে৷ তারজন্য দ্রুত সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার ছাড়া ব্যাপক পরিমান বহিরাগতদের নির্বাচনী কেন্দ্র এলাকা থেকে বের করার ব্যবস্থা করতে হবে নির্বাচন কর্তৃপক্ষকে৷

একইসঙ্গে নির্বাচনী কেন্দ্রের উপজাতি, অউপজাতি ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোটদান করতে পারে তা নিশ্চিত করার আবেদন জানানো হয়৷

রিটার্নিং অফিসারকে দেওয়া চিঠির প্রতিলিপি পাঠানো হয় মুখ্য নির্বাচনী অফিসার, নির্বাচনী অবজারভার, গোমতী জেলা নির্বাচনী আধিকারিক জেলাশাসককে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?