স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ এপ্রিল।। আবারও ভয়াবহ অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা এলাকা৷ জানা গেছে, সোমবার সন্ধ্যায় অমরসাগর দিঘির পশ্চিম পাড় এলাকায় অঞ্জন কর্মকার নামে এক ব্যক্তির বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় লোকজন৷
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের৷ খবর পেয়ে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ অগ্ণিকাণ্ডের ঘটনায় বাড়ির একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়৷
যদিও সময় মতো দমকল কর্মীরা না গেলে আগুনে পার্শ্ববর্তী বাড়ি ঘর পুড়ে ছাই হ য়ে যেত বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত৷ সন্ধ্যায় বসত বাড়িতে অগ্ণি সংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ অন্যদিকে, রবিবার গভীর রাতে নাশকতার আগুনে সর্বস্বান্ত ১৭ জন ব্যবসায়ী৷
রবিবার রাতে আরকেপুর থানাধীন উদয়পুর এগ্রিকালচার চৌমুহনীতে ব্যবসায়ীদের গোডাউনে অগ্ণি সংযোগ ঘটে৷ জানা যায়, এদিন রাতে কে বা কারা রাস্তার ধারের গোডাউনে আগুন ধরিয়ে দেয়৷ রাতের বেলা কালবৈশাখীর প্রচণ্ড তাণ্ডবের কারণে গোটা এলাকা সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় ছিল৷
সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষৃকতীরা আগুন লাগিয়ে ব্যবসায়ীদের সর্বস্বান্ত করে বলে অভিযোগ৷ এই বিধবংসী অগ্ণিকাণ্ডে ১৭ জন ব্যবসায়ীর বিভিন্ন রকম জিনিস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়৷ কাপড়চোপড় থেকে শুরু করে জুতা, জাল, সুতা প্রভৃতি সহকারে প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই৷
রাতেই উদয়পুর থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ সতেরোজন ব্যবসায়ী অগ্ণিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ পথে বসে যায়৷ প্রশাসনের সহযোগিতার দিকে তাকিয়ে বিপদগ্রস্ত ব্যবসায়ীরা৷