আগরতলাকে স্মার্ট বানাতে হাওড়া বস্তিতে ভাঙচুর শুরু করল পুরনিগম

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ এপ্রিল।। বলা নেই, কওয়া নেই হাওড়া বস্তিতে ভাঙচুর শুরু করলো আগরতলা পুরনিগম৷ ৪০টি পরিবার রয়েছে বস্তিতে৷ পুর নিগমের তালিকায় চার পরিবারের নাম নেই৷

নিগমের আধিকারিকরা বলছেন ৩৬ পরিবারকে রাধানগর আবাসনে ঘর দেয়া হয়েছে৷ কিন্তু বস্তিবাসী সেখানে যেতে চাইছেন না৷ তাদের বক্তব্য তাদের জমির ব্যবস্থা করে দেওয়া হোক৷ এক চিলতে হলেও হবে৷

ঘর ভেঙে সেখানে নিয়ে ঘর তুলবেন৷ পরিবার নিয়ে বেঁচে বর্তে থাকবেন৷ কে শুনে কার কথা৷ নিগম রাধানগর আবাসনে তাদের থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে৷ বস্তিবাসীদের অনেকেই ৪০-৫০ বছর ধরে এখানে থাকছেন৷ হঠাৎ করে শহর সুন্দর স্মার্ট করার নামে চলছে উচ্ছেদ অভিযান৷ এর আগে বাঁশ বাজার উচ্ছেদের নামে বুলডজার নিয়ে নামে নিগম৷

হাইকোর্ট-এর দাবড়ানি খেয়ে পিছু হটেছে নিগম৷ হাওড়া বস্তিবাসীরাও আদালতে যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন৷ তবে নিগমের আধিকারিক জানান, ৩৬ পরিবারের মধ্যে এক পরিবার রাধানগর আবাসনে পুনর্বাসন পেয়েছেন৷ বস্তিবাসীদের বক্তব্য, পেছনের দরজা দিয়ে তার পুনর্বাসন মিলেছে৷

হাওড়া বস্তির বাসিন্দা নন তিনি৷ আজ থেকে ১৫ বছর আগে শিব মন্দিরে পুজা দিতে গঙ্গেশ্বর চক্রবর্তী নামে ঐ ভদ্রলোককে আনা হয়৷ বস্তিবাসী পরিচয় দিয়ে ঘর বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ৷ সোমবার যে বাড়িটি ভাঙা হয় সে ঘরে কোন লোকজন নেই৷

পরে বাকি ঘর ভেঙে ফেলা হবে বলে জানান নিগমের আধিকারিক৷ বস্তিবাসী সম্মিলিত ভাবে সোমবার সন্ধ্যায় প্রতিবাদ জানিয়েছেন৷ তারা কোন ভাবে রাধানগর যাবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ প্রতিবাদ করবেন৷ আদালতে যাবেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?