নতুন প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রেলে যাতায়াতের ক্ষেত্রে জনসাধারণের উদ্দেশ্যে কিছু বিশেষ নির্দেশিকা বা স্ট্যাণ্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করেছে৷ এই নির্দেশিকা নিম্নরূপ- ১) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মক এবং স্বরাষ্ট্র মকের সাথে পরামর্শক্রমে রেল মক এক বিশেষ নিয়মে ট্রেন চলাচলের অনুমোদন দেবে৷ ২) ট্রেনের নির্ঘন্ট, বুকিং, যাত্রীদের প্রবেশ ও চলাচলের নিয়মাবলী এবং রেলের কোচে পরিষেবা সম্পর্কিত তথ্য রেল মক যথাযথভাবে প্রচার করবে৷ ৩) একমাত্র নির্দিষ্ট ই-টিকেটধারী যাত্রীদের স্টেশনে ঢুকতে দেওয়া হবে৷ ৪) নির্দিষ্ট (কনফার্মড) ই-টিকিট-এর ভিত্তিতে রেল স্টেশনে আসা যাওয়ার অনুমতি দেওয়া হবে যাত্রী ও যাত্রী পরিবহনকারী গাড়ির চালকদের৷ ৫) রেল মককে সুুনিশ্চিত করতে হবে যে- (ক) সমস্ত যাত্রীদের বাধ্যতামূলক নিং হবে৷ (খ) সমস্ত যাত্রীদের স্টেশনে প্রবেশ ও নির্গমন পয়েন্টে এবং কোচে হ্যাণ্ড স্যানিটাইজার দেওয়া হবে৷ (গ) সমস্ত যাত্রীদের যাওয়া-আসার সময় এবং ভ্রমণের পুরো সময় মাস্ক/মুখাবরণ পরিধান করতে হবে৷৬) ট্রেনে ওঠা এবং নামার সময় যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে৷ ৭) রেল মক থেকে রেল যাতায়াতের সম্পর্কিত তথ্য আই ই সি অভিযানের মাধ্যমে রেল কর্মী ও যাত্রীদের মধ্যে প্রচার করবে৷৮) গন্তব্য স্থলে পৌঁছে যাত্রীদের সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের জারি করা নিয়ম-নীতি মেনে চলতে হবে৷