করোনার ‘চতুর্থ ঢেউয়ে’ টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক, ৩ এপ্রিল।। ইউরোপ যখন করোনার তৃতীয় ঢেউয়ে ‍ডুবছে, তখন ইরানে শুরু হয়েছে চতুর্থ ঢেউ। বার্ষিক ছুটির আগে দেশটি মহামারী সামলানোর পথ খুঁজে ক্লান্ত। আল-জাজিরা জানিয়েছে, ৩২টি প্রদেশের অন্তত দুটিতে চতুর্থ ঢেউ শুরু হয়েছে। তৃতীয় এবং চতুর্থ ঢেউ ঠেকাতে বিভিন্ন দেশ আবার কঠোর লকডাউনে যাচ্ছে।

ইস্টারের ছুটির দিনগুলোতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে ইতালি। বিবিসি জানিয়েছে, দেশটি সব অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে। করোনা প্রতিরোধ সংক্রান্ত বিধিনিষেধের ক্ষেত্রে এটাই তাদের সর্বোচ্চ ব্যবস্থা। সেখানে অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ইস্টারে জনসাধারণ নিজ নিজ বাড়িতে দুইজন একসঙ্গে খাওয়া-দাওয়া করতে পারবেন।

প্রার্থনালয়গুলো খোলা থাকলেও পুণ‌্যার্থীদের নিজ নিজ অঞ্চলে সেবা নিতে বলা হয়েছে। দ্বিতীয় বছরের মতো, পোপ ফ্রান্সিস জনমানব শূন্য সেন্ট পিটার্সবার্গে ইস্টার বার্তা দেবেন। ইতালিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। ৩ কোটি ৬ লাখ ২৯ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, ইউরোপে করোনার টিকাদানে ধীর গতি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখার ফলে সংক্রমণ আবার মাথাচাড়া দিচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?