নতুন প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ করোনা-র প্রকোপে বিদেশে আটকে রয়েছেন ত্রিপুরার নাগরিক ঘরে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন৷ অবশ্য এতে উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির নাগরিকরাও রয়েছেন৷ সে-মোতাবেক ভারত সরকার তাঁদের বিদেশ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে৷ বর্তমানে বাংলাদেশ, রাশিয়া এবং ইউক্রেনে আটকে রয়েছেন ত্রিপুরার নাগরিকদের ফেরানোর প্রক্রিয়া চলছে৷ আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই খবর জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, রাশিয়া এবং ইউক্রেনে উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যের নাগরিকরাও রয়েছেন, তাঁদেরও ফিরিয়ে আনবে ভারত সরকার৷ এদিন শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে থাকেন ত্রিপুরার নাগরিকরা ঘরে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন৷ বাংলাদেশ থেকে ৫৩ জন ত্রিপুরার নাগরিক ফিরতে চাইছেন৷ তাঁদের ঢাকা থেকে আখাউড়া দিয়ে বাসে ত্রিপুরায় ফেরানোর প্রক্রিয়া চলছে৷ তিনি বলেন, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশন বিদেশ মন্ত্রককে বিষয়টি জানিয়েছিল৷ সে-মোতাবেক বিদেশ মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য বলেছে৷ ইতিমধ্যে ত্রিপুরার নাগরিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ তবে, এখনও চূড়ান্ত হয়নি, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, রাশিয়ায় ৯ জন এবং ইউক্রেনে ২৫ জন ত্রিপুরার নাগরিকদেরও ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, রাশিয়ায় উত্তর-পূর্বাঞ্চলের ১৭৭ জন এবং ইউক্রেনে ১৯৮ জন রয়েছেন৷ সকলে একত্রেই গুয়াহাটি পর্যন্ত আনার চেষ্টা করছে ভারত সরকার৷ তিনি বলেন, বিদেশ মন্ত্রক অসম সরকারকে চিঠি দিয়ে বলেছে, বিদেশ থেকে ফিরিয়ে আনা অসমের নাগরিকদের জন্য একান্তবাসের বিশেষ ব্যবস্থা করা হোক৷ সাথে অন্য রাজ্যগুলিকে বলেছে, গুয়াহাটি থেকে নিজ নিজ রাজ্যের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক৷