এইনিয়ে আক্রমন কারীদের নামদিয়ে গতকাল শান্তির বাজার থানায় এক লিখিত মামলা দায়ের করাহয়। বিদ্যার্থী পরিষদের আভিযোগ মামলা দায়ের করতে গিয়ে স্থানীয় যুব মোর্চার দক্ষিন জেলার সভাপতি সুমন দেবনাথের নেতৃত্বে থানার ওসি সুব্রত চক্রবর্তী প্রথম অবস্থায় কেইস রাখতে চাননি পরবর্তী সময় কেইস রাখলেও ছাত্রদের দাবী অনুযায়ী কলেজ চত্বরে নিরাপত্তা প্রদানে অস্বীকার করেন ওসি । যারফলে গতকাল কেইস দেওয়ারপর পুনরায় ছাত্ররা কলেছে ফিরে গেলে যুবমোর্চার সভাপতি সুমন দেবনাথ তার দলবল নিয়েগিয়ে কলেজে ছাত্রদের উপর আক্রমন করে বলে অভিযোগ।
এইনিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য স্তরের নেতৃত্বদের উপস্থিতিতে আজ বিকেল ৪ টা ৫০ মিনিট নাগাদ জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসে বিদ্যার্থী পরিষদের সদস্যরা। সকলের মুখে একটাই স্লোগান সমাজদ্রোহী সুমন দেবনাথকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবী নিয়ে দীর্ঘ ২ ঘন্টা অবরোধ চলারপর মহকুমার পুলিশ আধীকারিক নিরুপম দত্তের পতিশ্রুতিতে পথ অবরোধ মুক্ত করে বিদ্যার্থী পরিষদের সদস্যরা। ছাত্রদের দাবী বিদ্যালয় চত্বরে বহিরাগতদের প্রবেশে নিষেধাঞ্জা জারীকরা ও ছাত্রদের নিরপত্তা দানক রা। এই দাবীগুলির পতিশ্রুতির ভিত্তিতে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট নাগাদ পথ অবরোধ মুক্তকরলো পরিষদের সদস্যরা।