অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। ক্রিকেটে হ্যাটট্রিক প্রায়ই দেখা যায়। কিন্তু নিউজিল্যান্ডের পেসার মাইকেল রাই যা ঘটালেন বা করে দেখালেন, সেই ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরল।
তা কি করেছেন মাইকেল রাই? তিন উইকেট শিকারে হ্যাটট্রিকের ক্ষেত্রে রাইয়ের ভাগীদার বা অংশীদার হয়েছেন একই ফিল্ডার! তিনি ডেল ফিলিপস। ফলে এই দুই ক্রিকেটারের নাম উঠে গেছে রেকর্ড বুকে।
নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে এই ঘটনা ঘটেছে।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ওটাগোর ২৫ বছর বয়সী পেসার রাই হ্যাটট্রিক করেন। তার তিন শিকার হন উইকেটকিপার-ব্যাটসম্যান ডেন ক্লিভার, জস ক্লার্কসন ও ব্লেয়ার টিকনার।
তিনজনই শর্ট লেগে ক্যাচ দিয়ে আউট হন। আর তিনজনের ক্যাঁচ ধরেছেন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিলিপস।
২০১৮ সালে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সামারসেটের পেসার ক্রেইগ ওভারটনের টানা তিন বলে ক্যাচ নিয়েছিলেন মার্কাস ট্রেসকোথিক। ইংলিশ ক্রিকেটের ইতিহাসে সেটি ছিল ১০৪ বছরের মধ্যে প্রথম বোল্ডার-ফিল্ডার হ্যাটট্রিক।