মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে

অনলাইন ডেস্ক, ৩০ মার্চ।। মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।

স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপের বরাত দিয়ে মঙ্গলবার এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নিশ্চিত করেছে, সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর চালানো হামলায় মোট ৫১০ জন প্রাণ হারিয়েছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর শনিবার ছিল মিয়ানমারের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এদিন নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১১৪ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায় আলজাজিরা।

গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত এবং বন্দি হওয়ার পর থেকে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে জনগণ লাগাতার বিক্ষোভ করছে। বিক্ষোভ দমনে সহিংসতার পথ বেছে নেয় সামরিক সরকার।

নভেম্বরের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। তবে, দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে পারেনি তারা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?