রান তাড়া করতে নামা ইংলিশদের পক্ষে দুর্দান্ত স্টোকস তার ৫২ বলের ইনিংসে হাঁকান ৪ চার ও ১০ ছক্কা। বেয়ারস্টো ১১২ বলে খেলেন ১২৪ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে এই দুজন ১১৭ বলে ১৭৫ রান যোগ করেন। ৬.৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইংলিশরা। এর আগে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ইনজুরির কারণে ওয়েন মরগান না থাকায় এ ম্যাচে ইংলিশদের নেতৃত্ব দেন জস বাটলার।
প্রথম থেকে মন্থর গতিতে খেলা শুরু করেন ভারতের দুই ওপেনার। তবে শিখর ধাওয়ান ৪ রান করে ফেরেন টপলের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে। রোহিত শর্মা ২৫ বলে ২৫ রান করে আউট হন স্যাম কারেনের বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে। অধিনায়ক বিরাট কোহলি এবং লোকেশ রাহুল এরপর ইনিংস সামাল দেন। ৭৯ বলে ৬৬ রান করেন কোহলি। রাহুল ১১৪ বলে করেন ১০৮ রান। ৪০ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিশভ পন্ত। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে ভর করে ৩৩৬ রান তোলে ভারত। ম্যাচসেরা হয়েছেন জনি বেয়ারস্টো।