অনলাইন ডেস্ক, ২৪ মার্চ।। চতুর্থবারের মতো জাতীয় পুরস্কার জয়! এ খুশির খবরের পর মঙ্গলবার কঙ্গনা রনৌতের জন্মদিনে এলো নতুন ছবি ‘থালাইভি’র ট্রেলার। ‘আম্মা’ নামে পরিচিত প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় আছেন বলিউডের এ তারকা।
তামিল ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পেয়েছে সেই ভিডিও। তবে হিন্দির চেয়ে বেশি দেখা হয়েছে দক্ষিণ ভারতীয় সংস্করণই।
দুই ভাষার ট্রেলার এক রকম নয়। সম্পাদনায় রয়েছে পার্থক্য। হিন্দি ট্রেলারটি কঙ্গনা সর্বস্ব। তামিল সংস্করণে গুরুত্ব পেয়েছে অরবিন্দ স্বামীর ভূমিকাও। অভিনেতা এমজি রামচন্দ্রণের ভূমিকায় অভিনয় করছেন অরবিন্দ স্বামী।
এমজিআর ও জয়ললিতার সম্পর্কের সমীকরণের আধিক্য রয়েছে তামিল ট্রেলারে। নিজেদের মাটির গল্প, নিজেদের জননেত্রীর জীবনযুদ্ধ বলেই কি তামিল ভিডিওটি বেশি জনপ্রিয়তা পেল? তা নিয়েও চর্চা চলছে নেটমাধ্যমে।
তামিল ছবির অতি জনপ্রিয় তারকা ছিলেন জয়ললিতা। সেখান থেকে রাজনীতিতে পা। পুরুষতান্ত্রিক সমাজে ক্ষমতার আসনে এক নারীর উত্থান সহজ ছিল না।
অভিযোগ, ১৯৮৯ সালে বিধানসভায় দাঁড়িয়ে হেনস্তাও হতে হয়েছিল তাকে। একটি দলের বিধায়কেরা তার শাড়ির আঁচল টেনে ধরেছিলেন বলেও শোনা যায়। তা-ও জয়ললিতার যুদ্ধ থামেনি। মানুষের কাছে পৌঁছে যান তিনি।
১৯৯১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৬ দফায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের প্রিয় আম্মা।
একই ছবিতে কঙ্গনার নানা চেহারা দেখে মুগ্ধ দর্শকেরা। অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল এই ছবিতে কঙ্গনার চেহারা। ওজন বাড়ানোর পরে লুক, ওজন কমানোর পরের চেহারা— বহু মানুষের শরীরচর্চার অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন তিনি। ট্রেলার দেখার পরে সেই আলোচনা আবার ফিরে এলো। হয়তো এ ছবির মাধ্যমে অনেক দিন পর বাণিজ্যিক সাফল্য ফিরে আসবে কঙ্গনার ঘরে।