একই ঘরে অপর এক যুবতীও থাকতো। সে নিমন্ত্রণ খেতে অন্যত্র চলে গিয়েছিল। ফিরে এসে তাঁকে ডাকাডাকি করে কোনো উত্তর না পেলে বিষয়টি বাড়ির মালিককে জানায় ওই যুবতী। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
তার সঙ্গে একই রুমে যে যুবতীটি থাকত সে জানিয়েছে কেন সে আত্মহত্যা করেছে সে সম্পর্কে কোন কিছুই জানে না। তার কাছে কোনদিন কোন কিছু খুলে বলেনি বলেও জানায়। পুলিশ তার বাড়িতে খবর পাঠিয়েছে। খবর পেয়ে পরিবারের লোক আগরতলায় ছুটে আসেন। আত্মহত্যার আসল রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।