নতুন প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ মিলেছে৷ এসব মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন করে প্রাণহানীর যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ শুধু মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির ঘটনাই নয়, লাইসেন্স রিনিউ না করেও ওষুধের দোকান চালানো হচ্ছে বলে অভিযোগ মিলেছে৷ এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
ড্রাগ ইনস্পেক্টররা যেখানে নিয়মিত ওষুধের দোকান পরীক্ষা নিরীক্ষা করার কথা সে ক্ষেত্রে কিভাবে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং লাইসেন্স রিনিউ না করে দোকান চালানো হচ্ছে সেই প্রশ্ণ মাথাচাড়া দিয়ে উঠেছে৷ সদরের এসডিপিও অনির্বাণ দাস এর নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার উপক্রম প্রত্যক্ষ করেছেন৷ আগরতলা শহরের প্রাণকেন্দ্র বটতলায় বাসুদেব মেডিকেল হানা দিয়ে পুলিশ দেখতে পায় এই দোকানের লাইসেন্স রিনিউ করা হয়নি অথচ ওষুধের দোকান চালানো হচ্ছে৷ প্রতাপগড় ও একটি ওষুধের দোকানে হানা দিয়ে পুলিশ কাগজপত্রে গরমিলের হদিস পেয়েছে৷ প্রশাসন এসব ক্ষেত্রে নিয়মিত তদারকি করলে এ ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া কোন ভাবেই সম্ভব হতো না বলে মনে করেন সাধারণ মানুষও৷ প্রশাসনিক উদাসীনতার সুযোগকে কাজে লাগিয়ে এই ধরনের কাজকর্ম রাজ্যের সর্বত্র চলছে বলে অভিযোগ৷