রাজ্যে গুণগত শিক্ষার সম্পসারণে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ৪৫টি সংস্কার এনেছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ মার্চ।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার টিম ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসেবে তৈরি করতে রাজ্যকে আত্মনির্ভর এবং স্বাবলম্বী করতে চাইছেন৷ রাজ্যপাল রমেশ বৈসও গত ১৯ মার্চ বিধানসভা অধিবেশনের প্রারম্ভিক ভাষণে বলেছেন, মডেল স্টেট হতে হলে ত্রিপুরাকে আগে আত্মনির্ভর হতে হবে৷

আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা শুরু করে শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ এদিন ধন্যবাদসূচক প্রস্তাবের উপর ট্রেজারি বেে’র নয় জন বিধায়ক এবং বিরোধী দলের চার জন বিধায়ক আলোচনা করেন৷

আলোচনার পর ধন্যবাদসূচক প্রস্তাবের উপর বিরোধীদের আনা সংশোধনী প্রস্তাবগুলি বাতিল হয়ে যায় এবং ধন্যবাদসূচক প্রস্তাব গৃহীত হয়৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গত তিন বছরে রাজ্য সরকার কি কি কাজ করেছে, রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কি, দিশা কি, তা রাজ্যপালের ভাষণে প্রতিফলিত হয়েছে৷

প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ এই নীতি রাজ্য সরকারও কার্যকর করছে৷ রাজ্য সরকার ত্রিপুরাকে একটি মডেল রাজ্যে পরিণত করার কাজ করছে৷ শিক্ষামন্ত্রী বলেন, নয়া শিক্ষানীতি অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের প্রায় .৩০ হাজার শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷

তাদের প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি এন সি ই আর টি কর্তৃপক্ষও প্রশংসা করেছে৷ রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের পদ্ধতি মডেল হিসেবে গ্রহণ করে সারা দেশেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷ শিক্ষামন্ত্রী বিধানসভায় তথ্য তুলে ধরে জানান, গত তিন বছরে রাজ্যে নিজস্ব সম্পদের পরিমাণ তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ত্রিপুরা স্বাবলম্বী হচ্ছে৷ পূর্বতন সরকার চায়নি ত্রিপুরা স্বাবলম্বী হোক৷

তারা সব সময়ই পরনির্ভরতার রাজনীতি করেছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে রাজ্য সরকার বদ্ধপরিকর৷ গুণগত শিক্ষার সম্পসারণে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ৪৫টি সংস্কার এনেছে৷ তিনি আরও ১৮টা একলব্য আবাসিক বিদ্যালয় তৈরি করা, শিলং-এ ছাত্রাবাস তৈরি করার কথাও তুলে ধরেন৷

https://www.facebook.com/ratanlalnathmnp/videos/1250706938678612/

স্বামী বিবেকানন্দের বিভিন্ন কথা উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে দারিদ্র দূরীকরণ, শিল্পের প্রসার, জনজাতি অংশের মানুষের উন্নয়ন, সমস্যার সমাধানের কথাও তুলে ধরেন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমানে রাজ্যের সবাই মনে করেন এটা আমাদের রাজ্য৷ আমাদের সরকার৷ মডেল ত্রিপুরা গড়ার কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন৷

রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে বিধায়ক ভগবান দাস বলেন, নতুন সরকার গত ৩ বছরে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যবাসীর সামগ্রিক কল্যাণে কুড়িটির বেশি ফ্ল্যাগশিপ স্কিম চালু করেছে৷ এর মাধ্যমে রাজ্যে উন্নয়নের অবাধ ধারা প্রবাহিত হচ্ছে৷ বর্তমান সরকারের নানাবিধ কসূচির সাফল্য রাজ্যকে জাতীয় স্তরে পরিচিতি বয়ে এনেছে৷

https://www.facebook.com/ratanlalnathmnp/videos/255998602914777/
এছাড়াও রাজ্যপালের ভাষণের উপর ট্রেজারি বেঞ্চের বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক প্রশান্ত দেববর্মা, বিধায়ক সুুধাংশু দাস, বিধায়ক আশিস দাস, বিধায়ক অরুণ কান্তি ভৌমিক, বিধায়ক মিমি মজমদার জাতীয় শিক্ষানীতি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, রাজ্যের আইন শৃঙ্খলা, অটল জলধারা প্রভৃতি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন৷ এছাড়া রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী এনে আলোচনা করেন বিধায়ক বাদল চৌধুরী, বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক যশবীর ত্রিপুরা, বিধায়ক বিজিতা নাথ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?