অনলাইন ডেস্ক, ২২ মার্চ।। কোনো ধরনের ঘোষণা ছাড়াই হঠাৎ আফগানিস্তান সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সেখানে তিনি প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে দেখা করেছেন।
মে মাসের ১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেয়ার কথা। গত বছর ট্রাম্প প্রশাসন এবং তালেবানের মধ্যে এমনই একটি চুক্তি হয়।
কিন্তু জো বাইডেন গত সপ্তাহে এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘ডেডলাইন অনুসরণ করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন। ’ সঙ্গে এও বলেন, ডেডলাইন বাড়লেও খুব বেশি দিন অপেক্ষা করা হবে না।
আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা বেড়ে যাওয়ায় দুই পক্ষই উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির মোকাবিলায় দুই পক্ষই ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধানের উপর জোর দিয়েছে।
লয়েড অস্টিন বলেছেন, ‘আফগানিস্তানে হিংসার মাত্রা খুবই বেশি। আমরা চাই, সহিংসতা কমে যাক। যদি না কমে, তা হলে কূটনৈতিক স্তরে তা কমাবার চেষ্টা করতে হবে। ’
এই সপ্তাহেই অস্টিন এশিয়া সফর শুরু করবেন। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতে যাবেন।তালেবান ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেনা না সরলে যুক্তরাষ্ট্রকে তার ফল ভোগ করতে হবে।
সেনা প্রত্যাহার নিয়ে অস্টিন কোনো কথা বলেননি। সাংবাদিক সম্মেলনে বারবার প্রশ্ন করা হলেও তিনি জানান, এটা তার ‘বস’ ঠিক করবেন।