রাজস্থান ভ্রমণে লাগবে করোনা নেগেটিভ সনদ, ৮ শহরে কারফিউ

অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। আগামী ২৫ মার্চ থেকে কেউ ভারতের রাজস্থানে প্রবেশ করতে চাইলে তাকে করোনাভাইরাস নেগেটিভ সনদ দেখাতে হবে। তবে ৭২ ঘণ্টার পুরোনো রিপোর্ট দেখানো যাবে না। রোববার (২১ মার্চ) রাজ্য সরকার এই ঘোষণা দিয়েছে বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

রাজ্য সরকারের এক আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আগামী ২৫ মার্চ থেকে নতুন বিধি কার্যকর হবে। সোমবার (২২ মার্চ) থেকে আটটি শহরে নাইট কারফিউ জারি করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে আজমির, ভিলওয়ারা, জয়পুর, যোধপুর, কোটা, উদয়পুর, সাগওয়ারা ও কুশলগড়ে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকার রাজ্যের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সমস্ত পৌর করপোরেশনের আওতাধীন অঞ্চলের বাজারগুলিকেও সোমবার থেকে রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?