শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে আফগানরা জয় পেলেই রেকর্ডটা নিজের করে নেবেন আসগর। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৫ রানে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে আফগানরা। করিম জানাত ৫৩, উসমান গনি ৪৯, মোহাম্মদ নবির ৪০ রানে ভর করে ৫ উইকেটে ১৯৩ রানের পুঁজি গড়ে আফগানিস্তান।
জবাবে ১৭.১ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। রশিদ খান সর্বাধিক ৩ উইকেট নেন। এই জয়ের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে ধোনির সর্বোচ্চ ৪১ টি-টোয়েন্টি জয়ের রেকর্ডে ভাগ বসান আফগান অধিনায়ক আসগর। ধোনি ভারতকে ৭২ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। আসগর ৫১ ম্যাচে আফগানদের নেতৃত্ব দিয়েই ধোনির পাশে বসলেন।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ওয়েন মরগান। অধিনায়ক হিসেবে ৫৮ ম্যাচে ৩৩ জয় তার। পাকিস্তানকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৯টি জিতেছিলেন সরফরাজ আহমেদ, তার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে আছেন ড্যারেন স্যামি। ক্যারিবীয়দের ৪৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ২৭ ম্যাচে।