আগরতলায় ‘‘বসন্ত উৎসব’’ পালন করল সংস্কৃতি সংসদ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ মার্চ।।শুক্রবার সন্ধ্যায় আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরয়িামে ‘‘বসন্ত উৎসব’’ পালন করে সংস্কৃতি সংসদ৷ বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী ‘বলয়ে’র আগরতলা শাখা ‘‘সংস্কৃতি সংসদ’’ বসন্ত উৎসবের এই কর্মসূচি গ্রহণ করে৷

‘বসন্ত জাগ্রত দ্বারে’ শিরোনামে এই কর্মসূচিতে বাংলা সংস্কৃতি বলয়ের ধর্মনগর শাখা সংসদ ও শিলচর থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেন৷ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন সংস্কৃতি সংসদের সভাপতি মনোরঞ্জন দেব ও বরিষ্ঠ সংগীত শিল্পী শুভ্রাংশু চক্রবর্তী৷

রাজ্যের প্রখ্যাত সুরকার মনোরঞ্জন দেব স্বাগত ভাষণে বলেন সংসৃকতি সংসদের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবেই পালিত হচ্ছে বসন্ত উৎসব৷ করোনা পরিস্থিতিতেও সামাজিক দায়িত্ব পালন করার পাশাপাশি অনলাইনে সাংস্কৃতিক কর্মসূচি করে গেছে সংসৃকতি সংসদ৷

আগামী ২৫ এপ্রিল সংসৃকতি সংসদের সাধারণ সম্মেলনের আগে বসন্ত উৎসবই শেষ বড় কর্মসূচি বলেও মনোরঞ্জন দেব জানিয়ে দেন৷ বসন্ত উৎসবে রাজ্যের খ্যাতনামা শিল্পীরা বসন্তের গান, সমবেত নৃত্য, কথা ও গানের যুগলবন্দি পরিবেশন করেন৷

অনুষ্ঠানে সংস্কৃতি সংসদের বৃহত্তর উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করতে গিয়ে সংস্কৃতি সংসদের পক্ষে সেবক ভট্টাচার্য বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি অংশের মানুষকে নিয়ে যে বাংলা সংস্কৃতি বলয় গড়ে তোলা হয়েছে তারই আগরতলা কেন্দ্র হিসেবে সংস্কৃতি সংসদ বাংলা ভাষা, সংস্কৃতি ও কৃষ্টিকে রক্ষা করার জন্য সম্মিলিতভাবে কাজ করে যেতে চায়৷ রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে তোলা হবে সংস্কৃতি সংসদের শাখা কেন্দ্র৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?