স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ মার্চ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সার্বিক উন্নয়নে মুক্ত হৃদয়ে কাজ করছেন৷ ত্রিপুরা তার মধ্যে অগ্রণী তালিকায় রয়েছে৷ এরফলে রাজ্যের মানুষের রোজগারের সুুযোগ সৃষ্টি হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের সদর্থক প্রচেষ্টায় রাজ্যের বিভিন্ন সড়ক নির্মাণ ও পরিকাঠামোগত উন্নয়নে একযোগে ১২ হাজার কোটি টাকার প্রকল্প রূপায়িত হবে৷
আজ বিধানসভা অধিবেশনে বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা আনীত একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা আনীত বেসরকারি প্রস্তাবটি ছিল : ’ত্রিপুরা রাজ্যের জাতীয় সড়কগুলির অসমাপ্ত কাজ দ্রত সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য এই সভা কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছে’৷
প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা রাজ্যের মোট ৬টি জাতীয় সড়ক তথা এন এইচ-০৮, এন এইচ-৪৪ এ, এন এইচ- ১০৮ এ, এন এইচ-১০৮ বি, এন এইচ- ২০৮ এবং এন এইচ- ২০৮ এ -এর দৈর্ঘ্য ৮৫৩.৮১ কিমি৷ যার মধ্যে ৮৪.০৩ কিমি পি ডব্লিউ ডি (এন এইচ) দপ্তরের অধীনে আছে এবং বাকি ৭৬৯.৭৮ কিমি ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এন এইচ আই ডি সি এল) কর্তৃপক্ষের অধীনে৷
বর্তমানে এন এইচ-০৮ জাতীয় সড়কের মোট ১৬৯.৪১ কিমি অংশের ২ লেন উইথ পেভড সোল্ডার পর্যায়ে উন্নতিকরণের কাজ শেষ হয়েছে৷ আর সবগুলি জাতীয় সড়কের বিভিন্ন অংশে মোট ৩৬২.৪৮ কিমি দৈর্ঘ্যের ২ লেন উইথ পেভড সোল্ডার পর্যায়ে উন্নতিকরণের কাজ চলছে৷ তাছাড়াও এন এইচ- ৪৪ এ (ভাঙ্গমুন-সিমলুঙ) অংশের ১৯.০১ কিমি রাস্তার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে৷
অতি শীঘই এন এইচ-২০৮ (খোয়াই-তেলিয়ামুড়া-হরিণা), এন এইচ-০৮ (চুরাইবাড়ি-আগরতলা), এন এইচ-১০৮ বি (আগরতলার পশ্চিম প্রান্তে) এবং এন এইচ-৪৪ এ (লালছড়া- কা’নপুর) ৩৪৪.৮৯ কিমি রাস্তার ২ লেন উইথ পেভড সোল্ডার/ ৪ লেনিং পর্যায়ে উন্নতিকরণের কাজের ডিপিআর তৈরির কাজ শেষ হবে বলে আশা করা যায়৷
এছাড়াও এ প্রস্তাবের উপর আলোচনা করেন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, বিধায়ক শ্যামল চক্রবর্তী৷ আলোচনার পর প্রস্তাবটি বিধানসভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়৷